কম্পিউটারের Ram এর সমস্যা সমাধান

Ram হলো কম্পিউটারের ছোট্ট একটা মেমোরি। তবে এই মেমোরির ব্যবহার পুরো কম্পিউটার জুড়েই। কম্পিউটারে যে কোনো ধরনের প্রোগ্রাম রান করা হয়, সবকিছুতেই এই ছোট্ট মেমোরিটাই কাজ করে। এটা ছাড়া কম্পিউটার চলবে না।

র‌্যাম-এর মাধ্যমে যদি কখনো সমস্যা হয়, তবে পুরো কম্পিউটারটিই অচল হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই Ram -এর সমস্যার জন্যই অনেক বিপদে পড়তে হয়। তাই কম্পিউটারের Ram সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা।

অনেকেই আমাদের কাছে কম্পিউটার সমস্যায় বিভিন্ন প্রশ্ন করেন। ভাই এই সমস্যার সমাধান কি? ওই সমস্যার সমাধান কি? এমন সমস্যা কেন হয়? সমাধানের উপায় কি? এই ধরনের নানা প্রশ্ন আসে আমাদের কাছে। র‌্যাম বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান নিয়েই আজকের আলোচনা।

কম্পিউটারের Ram এর সমস্যায় যে বিষয়গুলো ঘটে

১ | কম্পিউটারের মনিটরে আলো না আসা। এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রেই Ram -এর প্রবলেমের জন্য হয়। অনেক সময় অন্যান্য যন্ত্রাংশ বা মনিটরের প্রবলেমের জন্যই এমন হয়ে থাকে।

২ | কম্পিউটার রানিং থাকা অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। অথবা কম্পিউটারটি হঠাৎ করে স্লো হয়ে যাওয়া।

৩ | প্রসেসরের ফ্যান না ঘুরা। অনেক সময় কম্পিউটার ওপেন করতে গিয়ে ক্যাচিংয়ের পাওয়ার বাটনে আলো না আসা।

৪ | কম্পিউটারে কোনো সফটওয়্যার আইকনে বারবার ক্লিক করার পরও সফটওয়্যারটি ওপেন না হওয়া।

৫ | কাজের মাধ্যমে কম্পিউটার হ্যাং হওয়া।

এই সমস্যা গুলো বেশিরভাগ ক্ষেত্রেই র‌্যাম-এর জন্য হয়।

Ram-এর সমস্যা সমাধানে যা করতে হবে
উপরোক্ত সমস্যা গুলো যদি আপনার কম্পিউটারে দেখতে পান তবে CPU এর ক্যাচিংটা খুলে নিন। তারপর আলতো করে সাবধানতার সাথে মাদারবোর্ড থেকে Ram গুলো খুলে নিন। কিছুতেই যেনো Ram বা মাদারবোর্ডের কোনো পার্স হাতের ঘষায় খুলে না যায়।

র‌্যামগুলো খোলার পর পরিস্কার একটি নেকড়া নিন। তারপর Ram -এর নিচে থাকা তামার অংশটা নেকড়া দিয়ে ভালো করে ঘষে পরিস্কার করুন। ভুলেও এখানে পানি ব্যবহার করবেন না।

Ram গুলো পরিস্কার করে আবার আগের মতো মাদারবোর্ডে লাগিয়ে নিন। তারপর বিদ্যুৎ সংযোগ দিয়ে কম্পিউটার ওপেন করুন। আশাকরি আপনার সমস্যার সমাধান পেয়ে গেছেন!

প্রিয় পাঠক, আশাকরি কম্পিউটার শিক্ষা বিষয়ক এই আর্টিকেলটি আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। এই বিষয়ে কোনো প্রশ্ন বা নিজস্ব মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ

Leave a comment